জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়ক সংস্কার কাজ যেন-তেনোভাবে করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার এমন অভিযোগে উত্তেজিত জনতা একপর্যায়ে কাজ বন্ধ করে দেয়। তবে কাজের ঠিকাদার গতকাল সোমবার সড়ক পরিস্কার করার কাজ করেছে। কাজের নিকট সড়ক ও জনপথ বিভাগের কোনো প্রকৌশলীকে দেখা যায়নি। নির্বাহী প্রকৌশলীও ফোন রিসিভ করেননি। ফলে কাজ সম্পর্কে সওজের কোনো মন্তব্য পাওয়া না গেলেও জনগণ কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের লক্ষ্মীপুর হতে জীবননগর হাসপাতাল পর্যন্ত ১ কিলোমিটার সংস্কার করা হচ্ছে। এ কাজের জন্য ঠিকাদার মনোনীত হয়েছে চুয়াডাঙ্গার মাদানী এন্টারপ্রাইজ। ৩২ লাখ টাকা ব্যয়ে ১২ মিলিমিটার সিলকোট করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান যেনো-তেনোভাবে কাজটি সম্পন্ন করছে। রাস্তার কোনপ্রকার পরিস্কার কিংবা ঝাড়– দিচ্ছে না। রাস্তার ধূলা পরিস্কারের কোনো মেশিনও নেই। ফলে ময়লা, ধূলা ও অবর্জনার মধ্যেই টেককোট দিয়ে সিলকোট করা হচ্ছে। কাজের কোনো সার্ফনেস নেই। কাজের মান যাচ্ছে-তাই। সিলকোর্টের ওপর দিয়ে যাতায়াতের সময় দোল দেয়ার মতো মনে হচ্ছে। এমন অভিযোগ ওঠার পর উত্তেজিত হয়ে জনতা রোববার বিকেলে কাজ বন্ধ করে দেয়। এসময় সেখানে সওজের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। সওপারভাইজিং অফিসার আশিষ কুমার রাহা কিংবা ঠিকাদারের কোনো প্রতিনিধি ছিলো না। বিষয়টি জানার জন্য সওজের চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশালী শওকত আহমেদ মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযাগ করা হলেও তিনি মোবাইল ফোন রিভিন করেননি। ফলে কোনো মতামত পাওয়া যায়নি।