জীবননগর ব্যুরো: জীবননগর ডিগ্রি কলেজে শিক্ষার মানন্নোয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ডিগ্রি কলেজের আইসিটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সামবেশে সভাপতিত্ব করেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আখতার।
জানা যায়, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিশেষ ক্লাস গ্রহণের উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সামবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল হান্নান, শফিকুল ইসলাম, আতিয়ার রহমান ও উপাধ্যক্ষ জসিম উদ্দীন জালাল। ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুর রহমান তারিকের সঞ্চলনায় সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাংবাদিক জহিরুল ইসলাম, মিথুন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক হাসান ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে ডিগ্রি কলেজের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবক, পরীক্ষার্থী, স্থানীয় সূধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।