স্টাফ রিপোর্টার: পাকিস্তান সফরের প্রস্তুতি দেশ থেকেই নিয়ে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল রোববার থেকে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্পও। লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তার জন্য কাতার হয়ে পাকিস্তানে যাবেন ক্রিকেটাররা। মাহমুদুল্লাহ-তামিমদের নিরাপত্তার জন্য তাই লাহোরে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। তিন দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। প্রথম দফায় চলতি মাসে খেলবে টি-২০ সিরিজ। দ্বিতীয় দফায় ফেব্রুয়ারিতে আছে একটি টেস্ট। ওই ম্যাচটি রাওয়ালপিন্ডিতে খেলানো হবে। ওই টেস্টের জন্য মোয়াতেন করানো হয়েছে চার হাজার পুলিশ। তবে তৃতীয় ধাপের খেলা এপ্রিলে হওয়ায় নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে শনিবার সভা করেছেন পাঞ্জাবের আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। পাঞ্জাবের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী রাজা বাসরাত এর আহ্বায়ক ছিলেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেটারদের হোটেল এবং মাঠে যাওয়ার পথটি থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো। হোটেল কিংবা মাঠে যাওয়ার পথে কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে তৈরি থাকবেন ১৯ জন বিশেষ কর্মকর্তা, সামরিক কমান্ডো এবং রেঞ্জার্স। এছাড়াও সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট) থাকবে। স্টেডিয়ামের ভেতর-বাইরে যাওয়ার পথে দর্শকদের পূর্ণ তল্লাশি চালানো হবে। এ নিরাপত্তা পরিকল্পনায় সাধারণ জনগণ যেন ভোগান্তিতে না পড়েন সেদিকেও লক্ষ্য রাখার কথা জানানো হয়েছে।