মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর থেকে গোটা ভারত জুড়েই চলছে নানা জল্পনা কল্পনা। বাদ পড়ার কারণ হিসেবে একেকজন একেক তত্ত্ব দাঁড় করাচ্ছেন। এবার কংগ্রেসের এক নেতা এর মধ্যে রাজনীতি টেনে এনেছেন। তার মতে, ধোনি বাদ পড়ার পেছনে বিজেপির হাত রয়েছে। কংগ্রেস নেতা শাকিল আহমেদ টুইটারে লেখেন, ‘দেশকে বিশ্বকাপ জেতানো এবং অনেক সাফল্য এনে দেয়া ধোনিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করা হয়েছে শুধুমাত্র বিজেপি’র সমর্থন না করার জন্য। এটা হলে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না।’ ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ঝাড়খ-ের বিধানসভা নির্বাচনের আগে ধোনিকে দলে টানার জন্য বিজেপি’র শীর্ষনেতৃত্ব যোগাযোগ করে। কিন্তু ধোনি তাতে রাজি না হলে তাকে বিজেপি’র হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে অনুরোধ করা হয়। তবে সেই প্রস্তাবেও সায় দেননি মাহি। এরপর থেকেই বিজেপির সমালোচনা করে আসছে কংগ্রেস। ধোনি বিসিসিআই’র চুক্তি থেকে বাদ পড়ার পর আগের ইস্যুকে সামনে এনে বিজেপিকে এক হাত নিলেন কংগ্রেস নেতা।