বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের বাজার গোপালপুর গ্রামবাসীর আয়োজনে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনভর গ্রামের নিমতলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমাজসেবক নুরুল ইসলাম বিশ^াস। প্রধান অতিথি ছিলেন ২নং মধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন গান্না ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা, বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল মালেক, এএসআই বিপেন কুমার, মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ স¤্রাট, আওয়ামী লীগ নেতা আরিফুল আকবর আরা, সাইদুর রহমান খোকন ও ইউপি সদস্যবৃন্দ প্রমুখ। প্রতিযোগিতায় ঝিনাইদহ সদর উপজেলার গান্নার প্রথম আমিরুল ইসলামকে পুরস্কার হিসাবে ৩২ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় যশোর চৌগাছার মহিউদ্দিনকে বাইসাইকেল এবং উপজেলার বারো বাজারের জসিমউদ্দিন তৃতীয় স্থান অধিকার করায় ওয়ালটন এনড্রেড মোবাইল ফোন পুরস্কার হিসাবে দেয়া হয়। খেলাটি পরিচালনা করেন মামুনুর রশিদ রিপন, আল্ মাসুর রহমান, শাহ্ আলম, ইবাদত হোসেন প্রমুখ।