খেলাধুলাকে এগিয়ে নিতে সকল সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমান সরকার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়ান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, খেলাধুলাকে এগিয়ে নিতে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমান সরকার। প্রতিবছরই বঙ্গমাতা, বঙ্গবন্ধুসহ বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে; যেখানে অংশ নিচ্ছে প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীরা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে কারণ খেলাধুলা ও শরীরচর্চার মধ্যে থাকলে ছেলে-মেয়েদের মাঝে অপরাধ প্রবণতা থাকে না। সবার উচিত নিজের কাজ নিজে করা এতেও শরীরচর্চা হয়। একটা সময় দেশের ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিতে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্য ছিলো। আস্তে আস্তে আমরা পিছিয়ে পড়ছি। এ ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। আর এই কাজে শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার মাধ্যমে। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মাদক থেকে যুবসমাজকে দূরে রাখার আহ্বান জানান তিনি। ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শরীরচর্চা অত্যন্ত জরুরি। বর্তমান সমাজ ব্যবস্থায় খেলাধুলা বন্ধ হয়ে গেলে ছেলে-মেয়েরা খারাপ পথে চলে যেতে পারে। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি অবসরে খেলাধুলা করবে। বর্তমান সরকার একটি শক্তিশালী জাতি গঠন করতে খেলাধুলার আয়োজন করেছে। দেশব্যাপী এই খেলা চলছে।
চুয়াডাঙ্গায় গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা চাদমারী মাঠে (ভি.জে স্কুল মাঠ) পুরস্কার বিতরণী অনষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উদ জ্জামান লিটু বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার ক-ু। বিকেলে দ্বিতীয় পর্বের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। সদর উপজেলার ১২১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। এরমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এরআগে সকাল ৯টায় আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতরা উদ্বোধন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, মুক্তিযোদ্ধা আলহাজ নূর মোহাম্মদ জকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মাহামুদুল হাসান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার সামসুজ্জোহা। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক ও সম্পাদক আশরাফুল আলম।