মেহেরপুর অফিস: বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নতর মেহেরপুর জেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ‘মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)’। ‘আমরা সবাই এক হবো, আলোকতি সমাজ গড়বো’ এই সেøাগানকে সামনে রেখে ২০০৮ সাল থেকে মেহেরপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজকি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে মেহেরপুর জেলার সকল স্কুল ও কলেজের পড়–য়া শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদানের জন্য ২০০৮ সাল থেকে চালু রয়েছে ‘মেসডা স্কুল ও কলেজ প্রোগ্রাম’। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের প্রত্যক্ষ দিকনির্দেশনা স্কুল ও কলেজের শিক্ষার্থী ঝরে পড়া রোধ, ভালো ফলাফর অর্জনে উৎসাহ প্রদান এবং উচ্চশিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য ৮ম, ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দিতে এই স্কুল প্রোগ্রাম করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে শহরের সরকারি উচ্চ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, জিনিয়ার ল্যাবরেটরি স্কুল, ফেন্ডস ফাউন্ডেশন স্কুল, কবি নজরুল শিক্ষামঞ্জিলে বাৎসরিক ‘মেসডা শিক্ষা ক্যালেন্ডার’ বিতরণের আয়োজন করা হয়।
৮ম-৯ম-১০ম শ্রেণি শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষকদের সাথে নিয়ে দিকনিদের্শনা প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেসডার উপদেষ্টা ইনজামামুল হক তুষার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ মেসডার সভাপতি হাবিবুর রহমান রান্টু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, ইডেন মহিলা কলেজের সাবেক সভাপতি ও উপদেষ্টা রেজওয়ানা দিশা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেসডার সদস্য মেহেদী হাসান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেসডার সাধারণ সম্পাদক মাসুম রহমানসহ মেসডার সদস্যরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজের আয়োজন করা হয়। কুইজে বিজীদের পুরস্কৃত করা হয়। এ সময় স্কুল প্রোগ্রামে অংশ নেয়া সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরের ক্যালেন্ডার উপহার দেয়া হয়।