মেহেরপুর অফিস: মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, কৃষি বিভাগে উপপরিচালক আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি গোলাম রসুল, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএমএ খালেক, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক এসএম শফিউল আজম, জেল সুপার এএস এম কামরুল হুদা, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা পাট কর্মকর্তা মহসিন সিকদার, জেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা সকল সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।