বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর দোস্ত বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে দুপ্রতিষ্ঠানের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সেই সাথে অবহিতকরণ লিফলেট বিতরণ করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত বাজারে গতকাল রোববার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে মেসার্স লিটন স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭/৫১ ধারায় ৪ হাজার টাকা এবং মেসার্স বাবু কসমেটিকসের নিকট থেকে ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করে। সেই সাথে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ স¤পর্কে অবহিতকরণ লিফলেট বিতরণ করেছে। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা পুলিশ ও ক্যাব সদস্যরা।