স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সরকারিভাবে মালয়েশিয়া এবং ফিলিপাইন সফর শেষে গতকাল রোববার চুয়াডাঙ্গায় পৌঁছুলে পৌর পরিষদের পক্ষে থেকে মেয়র জিপু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এক প্রেস বিজ্ঞিপ্তিতে জানানো হয়, ‘নগর স্যানিটেশন ম্যানেজমেন্ট এবং রক্ষণা-বেক্ষণের সর্বশেষ বিকাশ’ সম্পর্কিত বৈদেশিক এক্সপোঞ্জার ভিজিট প্রোগ্রামে মালয়েশিয়া এবং ফিলিপাইন-সরকারি সফর শেষে ১৫ জানুয়ারি ঢাকায় পৌঁছান মেয়র জিপু চৌধুরী। ঢাকার দাপ্তরিক কাজ শেষে গত শনিবার চুয়াডাঙ্গায় আসেন তিনি। গতকাল রোববার বিকেলে মেয়র জিপু চৌধুরী পৌরসভায় উপস্থিত হলে পৌর পরিষদের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মেয়র জিপু চৌধুরী পৌর পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। পৌর পরিষদের সকল সদস্য ও পৌরসভার সকল স্থরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মেয়র তার বিদেশ সফর সফল হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন।