স্টাফ রিপোর্টার: শেফালী ও রোকন বাড়ি ফিরেছে। উভয়ই সাবালোক। ফলে থানা থেকে নিজ নিজ জিম্মায় মুচলেকা দিয়ে বাড়ি সাতগাড়ি ফেরে। রাতে শেফালীকে নিয়ে সালিস বসে।
শেফালীর সাথে তার প্রতিবেশী রোকনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা হয়ে আসছিলো। গতপরশু সন্ধ্যায় শেফালীর বাড়িতে রোকন প্রবেশ করা মাত্রই স্থানীয়রা আটক করে। খবর দেয় পুলিশে। থানা পুলিশ উভয়কে আটক করে থানায় নেয়। শেফালী থানায় বসে তার স্বামী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেয়। শেফালী তার ৫ম স্ত্রী বলে জানায়। স্বামীর ষড়যন্ত্রেই তাকে আটক করে পুলিশে দিয়েছে বলে অভিযোগ উত্থাপন করলেও ৭৫ বছরের বৃদ্ধ স্বামী অবশ্য তার ২৮ বছর বয়সী ৫ম স্ত্রীকে গ্রহণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে। তারা বলেছে, তিন সন্তানের দিকে তাকিয়ে স্বামী তার স্ত্রীকে গ্রহণ করেছেন। ঢাকায় থাকলেও মাঝে মাঝে তার ৫ম স্ত্রীর বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি নতুনপাড়ায় আসবে বলে কথা দিয়েছেন। শেফালীও এখন থেকে ওই রোকনের সাথে সম্পর্ক রাখবে না বলে কথা দিয়েছে। স্থানীয়রা অবশ্য বলেছে, ওদের পরকীয়া যে গভীরে, তা হুট করে বিচ্ছেদ হবে বলে তো বিশ্বাস করা যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়!