বদনপুরকে হারিয়ে দামুড়হুদা নিউ স্টার ফাইনালে
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দামুড়হুদা নিউ স্টার ক্লাব বনাম বদনপুর ফুটবল একাদশের মধ্যে এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে নিউ স্টারের ফরোয়ার্ড সায়েম বদনপুরের রক্ষনভাগকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন। ১-০ গোলে এগিয়ে যায় নিউ স্টার। খেলার বাকি সময় উভয় দলই আক্রমন-পাল্টা আক্রমন চালালেও গোলের দেখা পায়নি কোনো দল। সায়েমের দেয়া ওই একটি গোলের সুবাদে ফাইনালের টিকেট নিশ্চিত হয় নিউ স্টারের। আজ রোববার একই সময়ে দামুড়হুদা সবুজ দল বনাম চুয়াডাঙ্গার আলুকদিয়া ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। খেলায় রেফারি ছিলেন সুভাষ চন্দ্র বিশ্বাস। সহকারী ছিলেন ইউসুফ আলী ও শহিদ আজম সদু। ধারাভাষ্য দেন শিক্ষক মোস্তাফিজুর রহমান ও জিয়া হায়দার। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক আবুল হাশেম মেম্বার, নিউ স্টারের সভাপতি আব্দুল হাকিম, একরামুল মেম্বার, সাবেক ক্রীড়াবিদ শরীফুল আলম, কৃতি ফুটবলার আশাদুল হক, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম সন্টু, আমিরুল ইসলাম, আমেদ আলী, ইমান আলী প্রমুখ।