মাথাভাঙ্গা মনিটর: দিয়েগো কস্তার নজরকাড়া পারফর্মে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে আবারও ছুঁয়ে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ব্রাজিলে জন্ম নেয়া ডিয়েগো কস্তা সম্প্রতি স্পেনের নাগরিকত্ব পেয়েছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে যে ভাবে খেলে চলেছে তাতে স্পেন জাতীয় দলে তার খেলার পথও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। লা-লিগায় গোল করার দক্ষতায় ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে সমান তালে ছুটছেন তিনি। লিগের ১৬তম ম্যাচে তার জোড়া গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ভ্যালেন্সিয়াকে। এতে এ মওসুমে লিগে সর্বোচ্চ ১৭ গোল করে যৌথভাবে আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে। আর বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে চলমান ছোঁয়াছুঁয়ি খেলাটাও বেশ জমে উঠেছে। ইতোমধ্যে বার্সেলোনাকে দু বার ছুঁয়ে পয়েন্ট টেবিলে আবারও তাদের দুইয়ে নেমে আসতে হয়েছে। এ জয়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা আবারও ছুঁয়ে ফেলেছে বার্সেলোনাকে। দু দলেরই ১৬ খেলায় পয়েন্ট এখন ৪৩ করে। গোল ব্যবধানও দু দলের একই + ৩৪। তবে অ্যাওয়ে ম্যাচে অ্যাটলেটিকোর চেয়ে এক গোল বেশি করায় বার্সেলোনা আছে তাদের ওপরে। আর রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে পাঁচ পয়েন্ট কম নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে। গত রোববার মাদ্রিদের ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেনাল্টির মাধ্যমে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলো কস্তা। কিন্তু সুযোগটি কাজে লাগাতে না পেরে রোনালদোকে টপকানোর সুযোগ হাতছাড়া করেন।
খেলার প্রথমার্ধে নিজেদের মাঠে প্রতিপক্ষকে চাপে রাখতে ব্যর্থ হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে শেষ হয় গোলশূন্যতে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৯ মিনিটে কস্তা দলকে এদিয়ে দেয়ার পর ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রাউল গার্সিয়া। আর পেনাল্টির মাধ্যমে ৮১ মিনিটে ব্যবধান ৩-০ করে দিয়েগো কস্তা।