মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে কাবার পথে ওমরা কাফেলা সংগঠনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ে এ কাবার পথে ওমরা কাফেলা সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রধান অতিথি হিসেবে সংগঠনের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জামে মসজিদের ইমাম তালেব উদ্দিন, ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সালাম সেলিম, অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল ইসলাম প্রমুখ। সংগঠনের হাফিজুর রহমানকে সভাপতি হাফেজ আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কাবার পথে ওমরাহ কাফেলা কমিটি গঠন করা হয়।
অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি খাইরুল ইসলাম বিশ্বাস, সহ-সম্পাদক নুরুজ্জামান রাজন, কোষাধক্ষ্য শরিফুল ইসলাম, সহকারী কোষাধক্ষ্য মুস্তাফিজুর রহমান তুষার, প্রচার সম্পাদক রিপন আলী, সদস্য শফিউল আজম, আনারুল ইসলাম, সাইদুর রহমান সুমন, লাল্টু মিয়া, মহিদুল ইসলাম।