মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মোমিনপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়নের ৬ ও ৭নং যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে জামাত আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মাফলুকাতুর রহমান সাজু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানা। উপস্থিত ছিলেন জামিল হোসেন, এরশাদ, ইসলাম, রতন, ইকরামুল, আকাশ, পলাশ, সানোয়ার, রুমেল, মুক্তার, রিপন, আমিনুল, সোহেল, উজ্জ্বল, ইমন প্রমুখ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৬নং ওয়ার্ড যুবলীগে ওসমান গনি সভাপতি, শান্তি আলী সাধারণ সম্পাদক ও এটা মালিথা সাংগঠনিক সম্পাদক। ৭নং ওয়ার্ড যুবলীগে ইব্রাহিম আলী সভাপতি, রুবেল হোসেন সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আশিকি ফারুক।