দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় বিষ দিয়ে ১২টি বড় এবং ১১টি বাচ্চা মুরগি হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দামুড়হুদা চরের মাঠে আলমের চাতালের পাশে এ ঘটনা ঘটে। সখের মুরগিগুলো চোখের সামনে ঝটপট করে মরতে দেখে স্বাভাবিক থাকতে পারেননি ক্ষতিগ্রস্ত গৃহবধূ নুরজাহান খাতুন। দুপুরে নাওয়া-খাওয়া ভুলে অঝরে কেঁদেছেন তিনি। বিচারের ভার ছেড়ে দিয়েছেন আল্লাহর উপর। বলেছেন যে মেরেছে তার আল্লায় বিচার করবেন। কে বিষ প্রয়োগ করে সখের মুরগিগুলো মেরে ফেললো? এমন প্রশ্নের জবাবে গৃহবধূ নূরজাহানের স্বামী আলম হোসেন বলেছেন, বাড়ির পাশেই ইসমাইল হোসেনের বাগান আছে। সম্ভবত ওই বাগান মালিক প্রতিহিংসা পরায়ন হয়ে বাগানে মধ্যে বিষ দিয়ে হত্যা করেছে বলে ধারণা করছি। এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেনের ভাগ্নে ঝন্টু বলেছেন, আমি মামকে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন আমিতো বাগানে বিষ দিইনি। এলাকার বেশকিছু সচেতন নাগরিক বলেছেন, গাছের সাথে শত্রুতা। প্রতিহিংসা পরায়ন হয়ে রাতের আধারে ক্ষেতের ফসল কেটে বিনষ্ট। সম্প্রতি সময়ে পত্রিকার পাতায় চোখ রাখলেই এ ধরনের খবর চোখে পড়ছে। যা কারোই কাম্য নয়। সমস্যা হলে আইনের আশ্রয় নিতে হবে। তাই বলে বিষ দিয়ে মুরগি মেরে ফেলা কোনোভাবেই সমর্থণ যোগ্য নয়। কাজটি যেই কারুক না কেন জঘন্য অন্যায় করেছে।