স্টাফ রিপোর্টার: ফেসবুকে পরিচয় দুই নারীর। এরপর চুয়াডাঙ্গায় বেড়াতে এসে বাড়ি থেকে খোয়া গেলো সোনার গয়না। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা শহরের ঈদগাহপাড়ার একটি বাড়ি থেকে ওই গয়নাগাটি খোয়া যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হলেও কে বা কারা ওই গয়না নিয়ে পালিয়েছে তার পরিচয় পাওয়া যায়নি। ফেসবুকের যে আইডির মাধ্যমে দুই নারীর পরিচয় হয় সেই আইডিটিও এখন ইনঅ্যাকটিভ দেখাচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা শহরের ঈদগাহপাড়ার ভাড়াটে শেখ নিতুর ছোট বোন শেখ সেতুর কাছ থেকে জানা যায়, ফেসবুকের ঋত্বিকা আনাম রুশা নামের এক আইডির মাধ্যমে তার পরিচয় হয়। ম্যাসেঞ্জারে দু’পক্ষের কথাও হয়। ওই ফেসবুকের আইডিধারীর বাড়ি মেহেরপুরে বলে পরিচয় পাওয়ার পর ডাক্তার দেখানের জন্য গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় আসেন দুই যুবতী। এক পর্যায়ে শেখ সেতু তাদেরকে সঙ্গে করে বড় বোন শেখ নিতুর ঈদগাহপাড়াস্থ ভাড়াবাড়িতে নিয়ে যায়। এসময় শেখ নিতু বাসায় ছিলেন না। দু’ঘণ্টা গল্পগুজবের এক পর্যায়ে দুই যুবতী চলে যান। শেখ নিতু বাসায় ফিরে দেখেন প্রায় আড়াই ভরি ওজনের গয়না নেই। তাদের ধারণা ফেসবুকের মাধ্যমে পরিচয় ঘটা ওই দুই যুবতীই ওগুলো নিয়ে গেছে। এ ব্যাপারে গতরাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। গতরাতে থানায় দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এসআই জসিম উদ্দিন মাথাভাঙ্গাকে বলেন, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।