দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার ছুটিপুর-পোতারপাড়ায় প্রয়াত আবু তালেব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পোতারপাড়া গ্রামের মাঠে দামুড়হুদা বনানীপাড়া স্পোর্টিং ক্লাব বনাম জাফরপুর একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দামুড়হুদা বনানীপাড়া স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ১৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জাফরপুর একাদশ ১৩ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দামুড়হুদা বনানীপাড়া স্পোর্টিং ক্লাবের স্বজল ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বুলবুল আহম্মেদ, স্বজল, জলিল, ইমদাদ, ইমরান, হাবিবুল্লাহ, শাহিন, সুমন, রশিদ প্রমুখ।