স্টাফ রিপোর্টার: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে দেশটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে টাইগাররা। এতে টাইগারদের ক্ষতি হবে প্রায় ২ কোটি টাকা। প্রথম দফায় ২৪ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের পাকিস্তান সফর। এদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সেখানেই ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। এছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ধাপে ৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে তারা। এর পর দেশে ফিরে আসবেন সফরকারী ক্রিকেটাররা। এরপর এপ্রিলে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবে তারা। পরে ৫-৯ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।
তিনবার যাওয়া-আসায় বিমান ভাড়া বাবদ বাংলাদেশ খেলোয়াড়দের পেছনে বিসিবির খরচ হবে ১ কোটি টাকার বেশি। আরও আনুসঙ্গিক মিলিয়ে মোট খরচ হবে প্রায় ২ কোটি টাকা। এ বিষয়ে বিসিবির একজন পদস্থ কর্মকর্তা বলেন, আমরা যদি একবার সফর করতাম, তা হলে নিশ্চিতভাবে তিনবার ভ্রমণের চেয়ে বিমান ভাড়া কম হত। আমরা কেন পাকিস্তানে তিন ভাগে যেতে সম্মত হয়েছি, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। সম্ভবত, এর পেছনে অন্য কোনো যুক্তি থাকতে পারে।