হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার পনরসতিপাড়ায় মানসিক ভারসম্যহীন এক তরুণী পাওয়া গেছে। সে কেবলমাত্র নিজের নাম জুলেখা বলতে পারছে। এর বেশি কিছু সে আর বলতে পারছে না। বর্তমানে তাকে ওই গ্রামের আশাদুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে।
জানা যায়, মুখমন্ডল গোলাকার গায়ের রং ফর্সা এবং পরনে শাদা পায়জামা ও হলুদের উপরে লালা রঙের কামিজ পরিহিত একটি মেয়ে গত বুধবার বিকেলে পনরসতিপাড়ায় একটি পুকুর পাড়ে বসেছিলো। এলাকার লোকজন মেয়েটিকে জিজ্ঞসা করলে সে নিজের নাম জুলেখা বলছে। তাছাড়া তার বাড়ি কোথায় এবং কোথা থেকে কীভাবে এখানে এলো এর কিছুই জুলেখা বলতে পারছে না। বর্তমানে জুলেখাকে ওই আশাদুলের বাড়িতে রাখা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে হাসাদাহ ইউপি সদস্য আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।