আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভূমি শীমা সারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মদ, আলমডাঙ্গার থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম নুরু, অ্যাড. আব্দুল মালেক, আমিরুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম, আব্দুল হালিম ম-ল, আবু হোসেন আবু, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রোকন, আব্দুস সালাম, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, ভিডিপি অফিসার মিলন, পিআইও এনামুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রওশনারা, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা শিক্ষা অফিসার সামসুুুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, জনস্বাস্থ প্রকৌশলী আব্দুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, আবাসিক প্রকৌশলী গোলাম নবী, খাদ্য কর্মকর্তা মোফা খাইরুল, ডা. মন্জুরুল হক বেলু, যুবউন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জহুরুল হক প্রমুখ।