স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় জুয়া খেলার সময় ৮জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে টাকা ও তাসসহ তাদেরকে আটক করে সদর ফাঁড়ি পুলিশ। পরে জুয়া আইনে মামলাসহ তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ জানতে পারে সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের একটি দোকানে জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে টিএসআই ওহিদুল ইসলাম (বিপিএম), এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গাড়াবাড়িয়া গ্রামে অভিযান চালান। এসময় বাগানপাড়ার শমসের আলীর দোকানে বসে জুয়া খেলার সময় ৮জনকে আটক করেন। একইসাথে উদ্ধার করা হয় ৫ হাজার ৩৫৪ টাকা ও ২ সেট তাস। আটককৃতরা হলেন একই এলাকার মৃত ওলিয়ারের ছেলে জুয়েল, আতিয়ার রহমানের ছেলে জামাল, মৃত আব্দুস সাত্তারের ছেলে হাবিবুর রহমান, মৃত নিজাম ম-লের ছেলে শমসের আলী, মুলুক চাদ ম-লের ছেলে আইয়াতুল্লাহ, মৃত হাসেম আলীর ছেলে ইলিয়াস, গাড়াবাড়িয়া মসজিদপাড়ার নিমছার আলীর ছেলে মতিয়ার ও একই এলাকার সিতাব আলীর ছেলে মজনু। পরে জুয়া আইনে মামলাসহ তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। আজ শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।