ঝিনাইদহে চাকরি মেলায় ১৫৬ জন বাছাই

স্টাফ রিপোর্টার: দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চাকরি মেলা হয়েছে। সকালে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তুম আলি জানান, মেলায় প্রাণ, আরএফএল, এসিআই গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ দেশের ১৪টি কোম্পানি স্টল দেয়। টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা ৩০২ জন বেকার যুবক-যুবতি তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন। কোম্পানিগুলোর কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণ করেন। তাদের যোগ্যতা যাচাই করে কোম্পানিগুলোর শূন্যপদে নিয়োগের জন্য ১৫৬ জনকে মনোনীত করেন। পরে অফিসের আনুষ্ঠানিকতা শেষে মনোনীতদের নিয়োগপত্র বাড়ি পাঠিয়ে দেয়া হবে বলেও অধ্যক্ষ জানান।