আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিনোদপুর চুলকনি বাজারে ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়ার্ড আ.লীগের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক খবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিফাত, সাবেক ইউপি সদস্য খাইরুল ইসলাম চুন্নু, সাবেক ছাত্রলীগ নেতা আলম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুল হক বাবু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার শামিম, ইউনিয়ন যুবলীগের সম্পাদক রাজু আহমেদ। ওয়ার্ড আ.লীগের সম্পাদক মোশারেফ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আকরাম হোসেন মধু, সেলিম হোসেন, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম ইকতার, আসানুর আলম জিকু, রশিদুল ইসলাম আগা, তমিজ উদ্দিন, আমিরুল ইসলাম, ইয়ামিন আলী, জিন্নাত আলী, আশাদুল হক, মনিরুজ্জামান, মামসুল হক, সাবদার, হাফিজুর, শামসুল হক (অবঃ সেনা সার্জেন্ট), জোহা, রেজাউল, হাবিল, মুনতা, ছাত্রলীগ নেতা জমির , ইমরান, সাজু, লাল্টু প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনা ও চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ^াসের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।