দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা বাজারের রড-সিমেন্ট দোকান আলী কদর ট্রেডার্স এবং কার্পাসডাঙ্গা বাজারের গাউছিয়া ফুড বেকারিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযান পরিচালনাকালে দামুড়হুদা বাজারের আলী কদর ট্রেডার্সের রড বিক্রির লাইসেন্স না থাকায় মালিক আলী কদরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অত্যাবশকীয় পণ্য ব্যবহার আইন ১৯৫৬ এর ৩ ধারায় আড়াই হাজার টাকা এবং কার্পাসডাঙ্গা বাজারের গাউছিয়া ফুড বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বেকারির মালিক হাজি নজরুল ইসলামের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দামুড়হুদা উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী জিহন আলী।