জীবননগর ব্যুরো: জীবননগরে অসহায় দরিদ্র মেধাবী এক ছাত্রীর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্র। টাকার অভাবে লেখাপড়া বন্ধ হতে বসেছিলো এ স্কুলছাত্রীর। বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা আর্থিক সহযোগিতা করে তাকে স্কুলে ভর্তির ব্যবস্থা গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামের দিনমজুর প্রতিবন্ধী শফিকুল ইসলামের মেয়ে শান্তা খাতুন (১২) জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। কিন্তু হতদরিদ্র পিতা তাকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করতে পারছিলেন না। ফলে শান্তা লেখাপড়া থেকে বঞ্চিত হতে হচ্ছে দেখে চরমভাবে হতাশা হয়ে পড়ে। শান্তার এ অবস্থার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা। বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান। শান্তাকে গতকাল মঙ্গলবার জীবননগর সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করে দেয়া হয়। লেখাপড়ার সুযোগ পেয়ে শান্তা উৎফুল্ল হয়ে পড়ে। সহযোগিতা প্রদানকালে বন্ধু রক্তদান কেন্দ্রের রমজান আলী, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য এ আর ডাবলু ও ছাত্রলীগ নেতা নয়ন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।