স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে দুটি ভাটা মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একটি ভাটার টিনের চিমনি ভেঙে গুড়িয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে নিভিয়ে দেয়া হয়েছে। সেই সাথে দুটি ভাটার মালিককে ইট উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ও ফিরোজ হোসেন গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলার মুক্তারপুরের এএনজেএম ব্রিকস ও বেনীপুরের এমএআর ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন।
অনুমোদন ছাড়া ইট উৎপাদন, মাটির যথেচ্ছা ব্যবহার ও কৃষি জমিতে ভাটা স্থাপনের অভিযোগে এএনজেএম ব্রিকসের মালিক (ব্যবসায়িক অংশীদার) জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলমকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং টিনের চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানোর অভিযোগে এমএআর ব্রিকস’র মালিক আসাদুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে এমএআর ব্রিকস ইটভাটার টিনের ব্যবহৃত চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।