মাশরাফি যদি চায় স্মরণীয় বিদায় অনুষ্ঠান করা হবে : পাপন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা চাই মাশরাফিকে খুব ভালোভাবে বিদায় দিতে। সেই আয়োজনটা আমরা এমন করতে চাই যা বাংলাদেশে আর কেউ পায়নি ভবিষ্যতে পাবেও না। তার বিদায় নিয়ে এটাই আমাদের ইচ্ছা। এখন সে যদি চায় তাহলে হবে। আর না চাইলে কিছু করার নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফির বিদায় নিয়ে বিসিবি সভাপতি রোববার মিরপুরে ক্রিকেট বোর্ডের মিটিং শেষে বলেন, ওকে একবার আমরা অবসর নেয়ার প্রস্তাব করেছিলাম। বিশ্বকাপের পরে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ওয়ানডে ম্যাচের আয়োজন করে তাকে বিদায় জানানোর পরিকল্পনাও করা হয়েছিলো। মাশরাফির সঙ্গে বিশ্বকাপের সময়েই আমার লন্ডনে কথা হয়েছিলো। মাশরাফি রাজি হয়নি।

বিসিবি সভাপতি আরও বলেন, মাশরাফি আমাকে বলেছে, সে এই বিপিএল পর্যন্ত খেলতে চায়। তারপর সিদ্ধান্ত নেবে। আর এখন আমি মিডিয়ায় দেখতে পাচ্ছি সে বলেছে- তার নাকি ঘটা করে বিদায় নেয়ার কোনো ইচ্ছেই নেই। আমাকে অবশ্য এই বিষয়ে সে এখনও কিছু বলেনি। আমি পত্রপত্রিকায় দেখেছি তার মন্তব্য। দেখা যাক কি হয়?