ক্রিকেটারদের ম্যাচ ফি প্রায় দ্বিগুণ বাড়ছে

স্টাফ রিপোর্টার: জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। গতকাল রোববার মিরপুর শেরেবাংলায় ক্রিকেট বোর্ডের অফিসে মিটিং শেষে এমনটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। তিনি বলেছেন, আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা শেষে জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পাপন বলেন, এখন থেকে টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ২ লাখ টাকা করে পাবেন দেশের তারকা ক্রিকেটাররা। ৫০ ওভার তথা ওয়ানডে ম্যাচ খেলে ক্রিকেটাররা পাবেন ৩ লাখ টাকা করে। আর পাঁচদিনের টেস্ট খেললে ক্রিকেটাররা পাবেন ৬ লাখ টাকা করে। পাপন বলেন, আমরা ম্যাচ ফি কিছু বাড়িয়েছি। এর মধ্যে বড় ধরনের বৃদ্ধি হয়েছে টেস্টে। টেস্টে আমরা প্রায় পঞ্চাশ শতাংশ বাড়িয়েচ্ছি। এর আগে প্রতিটি টেস্ট খেলার জন্য ক্রিকেটাররা পেতেন ৩ লাখ টাকা করে। এখন থেকে পাবেন ৬ লাখ টাকা করে। বেড়েছে দ্বিগুণ। ওয়ানডে ক্রিকেট খেলে আগে মুশফিকরা পেতেন ২ লাখ টাকা করে। এখন থেকে পাবেন ৩ লাখ টাকা করে। বেড়েছে ৬৬.৬৬ শতাংশ। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে আগে ক্রিকেটাররা পেতেন ১ লাখ ২৫ হাজার টাকা করে। এখন থেকে পাবেন ৩ লাখ টাকা করে। বেড়েছে ৬২.৫ শতাংশ।