চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাজস্ব প্রশাসনের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত

জনগণকে শতভাগ সেবা প্রদানের বিষয়ে বর্তমান সরকারের প্রতিশ্রুতি
স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদারের সাথে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ভূমি রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় গতকাল রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দুপুরে মেহেরপুরে একই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সঞ্চালনায় মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা পারভীন এবং চার উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ কালেক্টরেটের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং চুয়াডাঙ্গা জেলার রাজস্ব প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, রাজস্ব প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখার বিষয়ে সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জনগণকে শতভাগ সেবা প্রদানের বিষয়ে বর্তমান সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের জন্য উদাত্ত আহবান জানান। জনগণের করের টাকায় লেখাপড়া শিখে সরকারি চাকরি নিয়ে তাদের সেই ঋণ কিছুটা হলেও পরিশোধ করার যে সুযোগ পাওয়া গেছে, সেই সুযোগকে কাজে লাগানোর জন্যও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। একইসাথে জনগণের সাথে সুন্দর ব্যবহার করার বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মাধ্যমে দেশকে সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু কর্তৃক সরকারি কর্মচারীদের উদ্দ্যেশে দেয় উক্তিকে (সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ভাই, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে) নির্দেশনা মনে করে তা বাস্তবায়নের জন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময়সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বঙ্গবন্ধুর সেই স্মরণীয় উক্তি পুনরোল্লেখসহ বিভাগীয় কমিশনার সকল নির্দেশনা প্রতিপালনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আহবান জানানো হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলার সকল ভূমি রাজস্ব প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীদের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর দুইটার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মুজিবনগর নিবার্হী অফিসার উসমান গনি, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এসএম আরাফাত হোসেনসহ ভূমি রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্তিত ছিলেন।