চুয়াডাঙ্গায় মাসবাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাসবাপী ৪র্থ বারের মতো তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বুধবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মেলার স্ট্রলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের, পরিচালক মোবারক উল্লাহ ডাবলু, আলহাজ্জ জয়নাল আবেদীন, দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু, চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার তদন্ত লুৎফুল কবীর, ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবিবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ঢাকার মিরপুরের গণচেতানার আয়োজনে অনুষ্ঠিত বস্ত্র ও হস্ত শিল্পমেলার পরিচালক মোবারকউল্লাহ ডাবলু বলেন, চুয়াডাঙ্গায় ৪র্থ বারের মতো এ মেলার আয়োজন করা করা হচ্ছে। মাসবাপী এ মেলা চলবে। গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস ক্রয়ের পাশাপাশি দর্শকদের বাড়তি বিনোদনের জন্য মেলায় থাকছে মিনি ট্রেন, টাইটানিক নৌকা, নাগরদোলা ও ম্যাজিক চেয়ার। এছাড়া থাকছে নারী, পুরুষ ও বাচ্চাদের জন্য ব্লেজার, বাচ্চাদের খেলনা সামগ্রী, চটপটি, ফুচকা, জুতা সেন্ডেল, ক্রোকারিজ, কসমেটিক্স, ব্যাগ, জামদানী, ব্যানারসী, সূতি শাড়ি, টাঙ্গাইল শাড়ি, থ্রি-পিস, ওয়ানপিস, ১-১৩০ টাকায় আকর্ষনীয় পন্য, ব্যাম্বো বিরিয়ানী, চিকেন বারবীকিউ, ফিস বারবীকিউ, স্মার্ট কফিসপসহ ফার্স্ট ফুডের সমাহার। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। মেলার উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বাঙালির চিরচেনা সেসব গ্রাম বাংলার মেলার সাধ পূরণে কিছুটা হলেও ভূমিকা রাখবে চুয়াডাঙ্গা টাউনফুটবল মাঠের তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলা। এখানে শুধু নির্মল বিনোদন ও পছন্দের কেনা-কাটা থাকবে। কোন অশ্লীলতা যেমন থাকবে না, তেমনি কেউ কোন হট্টগোল করতে আসলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মেলার প্রতিটি স্ট্রল ও মেলার চারিদিক সিসি ক্যামেরায় আওতায় নেয়া হয়েছে। কোনো প্রকার বিশৃংখলা করলে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবে বলে জানান জেলা প্রশাসক।