স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। মুশফিক পাকিস্তান সফরের ব্যাপারে পুরোপুরি না করে দিয়েছে। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ছাড়া বেশিরভাগ কোচিং স্টাফ পাকিস্তান সফরে যেতে চান না। প্রধান কোচ শুধু টি-টোয়েন্টি সিরিজের জন্য খেলতে যেতে রাজি। বিসিবি সভাপতি আরও বলেন, আসলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেলেও আসা যাওয়া থাকা মিলে ৮ দিনের কম লাগবে না। সেক্ষেত্রে একটি টেস্ট খেললে ৮ দিনের মধ্যে শেষ করা যাবে। বিসিবি সভাপতির এই কথায় একটা বিষয় স্পষ্ট, পাকিস্তান যদি বাংলাদেশ দলের প্রস্তাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী না হয় তাহলে টাইগাররা অনন্তত একটি টেস্ট ম্যাচের জন্য হলেও সফরে যাবে। দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ১৮ জানুয়ারি পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে লম্বা সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে আগ্রহী না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যে কারণে বিসিবি চাচ্ছে টি-টোয়েন্টি পাকিস্তানে আর টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে। এতে রাজি নয় পাকিস্তান।