স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ পালনে জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির আহমেদ। আরও উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামশুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কার্যকরী কমিটির সদস্য অ্যাড. বেলাল হোসেন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা পারভীন, নুরুন্নাহার কাকলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, শম্পা। শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক ও সহ-সভাপতি আব্দুস সালামসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, যুবলীগ নেতা সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, শামীম আহমেদ সুমন, আব্দুর রশিদ, টিপু টাইগার ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি সাহাবুল ইসলাম, তারেক, ফিরোজ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচির মধ্যে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সোয়া ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দুপুর সোয়া ২টায় দলীয় কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে যাত্রা। কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।