গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি সভাপতি ও সম্পাদককে পরিবর্তন করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় গাংনী শহরের প্রধান সড়কে মশাল মিছিল করে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
সন্ধ্যায় গাংনী হাসপাতাল বাজার থেকে পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবীব ও কলেজ ছাত্রলীগ সভাপতি হাসিব মাহমুদের নেতৃত্বে মশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদের বিরুদ্ধে নানা সেøাগান দেয়া হয়। ক্ষোভ প্রকাশ করা হয় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
গত রোববার রাতে মেহেরপুর জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম বাঁধন ও সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। একইসাথে কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুকে সভাপতি ও ছাত্রলীগ নেতা ফয়সাল জাহান শিশিরকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করেন তারা। ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অযোগ্য নেতৃত্বের অভিযোগ তুলে কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জেলা ছাত্রলীগ নেতাদের হুঁশিয়ার করেছেন আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীরা।