দর্শনা অফিস: ‘পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে আমরা’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে কাজ করছে দর্শনার রূপসী বাংলা সোসাইটি লিমিটেড। হতদরিদ্র মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুরু করেছে পথচলা। হতদরিদ্র মানুষ যখন শীতে কাঁতর ঠিক তখনি তাদের পাশে দাঁড়ালো রূপসী বাংলা সোসাইটি লিমিটেডের সদস্যরা। শীতার্তদের মধ্যে দিনভর করা হয়েছে কম্বল বিতরণ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রূপসী বাংলা সোসাইটির পক্ষ থেকে দর্শনায় কম্বলকালে নবাব স্যার সলিমুল্লাহ’র পৌত্র আঞ্জুমান আসকারীর চেয়ারম্যান নবাব আলী হাসান আসকারী বলেন, যুগে যুগে যারা মানুষের কল্যাণে কাজ করেছে, তারা বেঁচে আছে কর্মে ও সৃষ্টিতে। অসহায়, হতদরিদ্র মানুষ যারা মানবেতর জীবনযাপন করে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে যেমন কোনো অসহায় মানুষ শীতে কষ্ট পাবে না, তেমনি কোনো ক্ষুধার্থ মানুষ না খেয়ে থাকবে না, সেই সাথে কেউ থাকবে না আশ্রয়হীন। তাই আসুন মানুষের কল্যাণে কাজ করে নিজেকে বাচিয়ে রাখি মানুষের মাঝেই। রূপসী বাংলা সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে দর্শনা হল্টস্টেশন, বাসস্ট্যান্ড, রেলবাজার, জয়নগরসহ বিভিন্ন স্থানে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সোসাইটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ-রাজু, ব্যবস্থাপক (সার্বিক) হানিফ ম-ল, ব্যবস্থাপক (প্রশাসন) শাহজামাল, ব্যবস্থাপক (অর্থ) আলতাব হোসাইন, ম্যানেজার মাহমুদ হাসান রনি, রবিউল ইসলাম, জসিম উদ্দিন, সুমন মিয়া, আকাইলে, ফিল্ড অফিসার আবির হোসেন, নুর আলম আকাশ, ছালেহা খাতুন, রোকেয়া খাতুন, মনিরা খাতুন, মিনুয়ারা, শারমিন আক্তার, আনারুল ইসলাম আনা, তুহিন হোসেন তুফোন, ইকরামুল হক, আশরাফুল ইসলাম, আব্দুল মান্নান, বলাই কর্মকার, জগন্নাথ কর্মকার প্রমুখ।