সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জেএসসিতে ২৯জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সভাপতিত্ব করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বনার্থ ঘোষ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালানা কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পরিচালনা কমিটির সদস্য ডা. আব্দুল মান্নান, রবিউল ইসলাম, শেলিনা খাতুন, শিক্ষক রোকেয়া খাতুন, আব্দুর জব্বার, মোতাহার হোসেন, হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেক্স ও বই উপহার প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন আগামীতে বর্তমানে চুয়াডাঙ্গা জেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সরোজগঞ্জ প্রথম স্থান করেছে। আমরা আগামীতে বিদ্যালয়টি চুয়াডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও খুলনা বিভাগের প্রথম স্থান করতে পারলে বিদ্যালয়ের পক্ষ থেকে সে সকল ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পাবে তাদের অভিভাবকদেরকে পুরস্কার প্রদান করা হবে।