কুষ্টিয়া প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, জ্ঞানের উৎস হলো বই। আর বইয়ের উৎস লাইব্রেরি বা গ্রন্থাগার। জ্ঞানার্জন, গবেষণা, চেতনা ও মূল্যবোধের বিকাশ, সংস্কৃতিচর্চা ইত্যাদির মাধ্যমে মানুষকে আলোকিত করে তোলা এবং পাঠাভ্যাস নিশ্চিতকরণে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। আর এই বিষয়টি মাথায় রেখে সরকারি গণগ্রন্থাগারে নতুন নতুন ভবন তৈরি করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা সরকারি গণগ্রন্থাগারের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে পাঠাগারে এসে মানুষের বই পড়ার প্রবণতা দিনকে দিন কমে যাচ্ছে। তাই আমি সবাইকে পাঠাগারে এসে বই পড়ার জন্য আহ্বান জানাবো। কারণ এখানে পাঠক সেবা, রেফারেন্স সেবা, বই ধার সেবা, সম্প্রসারণমূলক সেবা ও ইন্টারনেট সেবাসহ বেশ কয়েকটি সেবা পাওয়া যাচ্ছে। তাছাড়া কাগজের বইপড়ার যে আনন্দ, তা অন্য কোনো মাধ্যমে পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, বেশি বেশি বই পড়–ন। কেননা মনের তৃপ্তি ও দীপ্তি বইপাঠের মাধ্যমেই সম্ভব। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী লাইব্রেরি ঘুরে দেখেন এবং পাঠকদের সঙ্গে কথা বলেন। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের অফিস প্রধান মুনমুন, ঝিনাইদহ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনজুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।