চুয়াডাঙ্গায় ৬ দিনব্যাপী অরিন্দম সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৬দিনব্যাপী অরিন্দম সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। এরপর শিল্পকলা চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সম্মাননা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। শুরুতে শিল্প-সংস্কৃতি অঙ্গনে ভূমিকা রাখার জন্য চারজন বিশেষ মানুষকে সম্মাননা জানানো হয়। তারা হলেন, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নওরোজ মোহাম্মদ সাঈদ, যাত্রাশিল্পী ও সংগঠক সিরাজুল ইসলাম, নাট্যকার, অভিনেতা ও নাট্যসংগঠক নজীর আহমেদ এবং গীতিকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। পরে আলোচনা অনুষ্ঠানে আয়োজক সংগঠন অরিন্দমের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন একজন সংস্কৃতিপ্রেমী। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মীদের উন্নয়নে কাজ করছেন। তিনি আরও বলেন, আমি জেনে খুব বিস্মিত হয়েছি যে, চুয়াডাঙ্গায় সংস্কৃতি চর্চার জন্য কোনো অডিটোরিয়াম নেয়। আর শ্রীমন্ত টাউনহল যেটা রয়েছে সেটাও নাকি ভেঙে বহুতল মার্কেট করা হবে। এটা আপনারা সংস্কৃতি কর্মীরা হতে দেবেন না। মার্কেট করতে হলে অন্য জায়গায় করুক। আর এই শ্রীমন্ত টাউনহল সংস্কারে যা খরচ হবে তার সব ব্যবস্থা আমি করে দেবো। এছাড়াও নতুন অডিটোরিয়াম করার জন্য স্থান নির্ধারণ করে আমাকে জানালে সেটারও আমি সব ব্যবস্থা করে দেবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, বিএআরআই’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সোহেলা আক্তার, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, উৎসব উদযাপন কমিটির আহবায়ক মো. আলাউদ্দীন। আলোচনাসভার শেষে জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাটক নীলসিন্দুরিয়া মঞ্চস্থ হয়।