মহেশপুর প্রতিনিধি: গত শনিবার সন্ধ্যায় খালিশপুর বাজারে মহেশপুর উপজেলার সাড়াতলা গ্রামের রোকুনুজ্জামান নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে জামায়াত কর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুযায়ী জামায়াত কর্মীরা খালিশপুর বাজারে মিছিল মিটিং করছিলো। মিছিল শেষে বাড়ি ফেরার পথে খালিশপুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজমাঠে বসে রোকুনুজ্জামান তার তিন বন্ধুকে নিয়ে গল্প করছিলো। এ সময় জামায়াতের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য রোকুনুজ্জামানের পা ভেঙে যায়। ওই রাতেই তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সদস্যের পিতা রওশন ডাক্তার জানান, তার ছেলে কুষ্টিয়া জেলায় কর্মরত আছেন। ছুটিতে বাড়িতে এসে খালিশপুর বাজারে বন্ধুদের নিয়ে গল্প করছিলো। ওই পুলিশ সদস্যের পিতা আওয়ামী লীগ করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।