জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ইলেক্ট্রিশিয়ান সমিতির উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সমিতির কার্যালয়ে ৬ জনকে এ বৃত্তি দেয়া হয়। বৃত্তি প্রদানকালে জীবননগর উপজেলা ইলেক্ট্রিশিয়ান সমিতির সভাপতি মিজানুর রহমান সুনু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ক্যাশিয়ার মুক্তার বিশ^াস, রফিকুল ইসলাম লালু, মহিদুল ইসলাম ও আশরাফুল আলম উপস্থিত ছিলেন। উপজেলার কাশীপুরের ঐশী খাতুন, গঙ্গাদাসপুরের আখি খাতুন, দৌলৎগঞ্জের রেদুওয়ান আহাম্মদ অপু, নতুন তেতুলিয়ার লিলিমা খাতুন, সুবলপুরের নুসরাত ইয়াসমিন ও ফতেপুরের শশী খাতুনকে এ শিক্ষা বৃত্তি দেয়া হয়। মুক্তার ইলেক্ট্রনিক্স ও উজ্জল অ্যান্ড ব্রাদার্স এ শিক্ষা বৃত্তিপ্রদানে সহায়তা করে বলে জানা যায়।