স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব চুয়াডাঙ্গার বার্ষিক সাধারণসভা গতকাল রোববার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি অ্যাড. মানিক আকরের সভাপতিত্বে সাধারণ সভায় সার্বিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মরিয়ম শেলী। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক রাজন রাশেদ।
সাধারণসভায় ক্লাবের বিগত দিনের কার্যক্রমে সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। একইসাথে অনুমোদন করা হয় বার্ষিক হিসাব। বিবিধ আলোচনায় উঠে আসে সংগঠনের ভবিষ্যত নানা পরিকল্পনা। বক্তব্য রাখেন অ্যাড. বেলাল হোসেন, অ্যাড. এসএম শরিফ উদ্দীন হাসু, সরদার আল আমিন, শাহ আলম সনি, এমএ মামুন, আরিফুল ইসলাম ডালিম, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রিচার্ড রহমান, জাহীদ জীবন, জামান আকতার, মাহফুজ মামুন, লিটন, সেলিম উদ্দীন প্রমুখ।
সাধারণ সভা শেষে নৈশভোজে চুয়াডাঙ্গার প্রবীণ ও নবীন সাংবাদিকগণ অংশ নেন।