সম্মিলিত প্রচেষ্টায় সার্বিক উন্নয়ন তরান্বিত করার দৃঢ় প্রত্যয়
সাইদুর রহমান: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাকজমকপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করেছে ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতি। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দও ভালাইপুর বাজার দোকান মালিক সমিতিকে ফুল দিয়ে অভিনন্দিত করে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৩টায় ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি হাজি মো. আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পুনর্নির্বাচিত সভাপতি সরদার আল আমিন। বিশেষ অতিথি ছিলেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট সভাপতি আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, ডা.আফছার উদ্দীন কলেজের অধ্যক্ষ ও ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহবুবুল ইসলাম সেলিম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা যুবলীগের যুগ্মআহবায়ক জিল্লুর রহমান ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট সেক্রেটারি বিপুল আশরাফ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি সরদার আল আমিন তার বক্তব্যে বলেন, যেকোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে কিছুটা হলেও বিভেদ দানা বাধে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর সেই বিভেদ কাটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিবেশ সৃষ্টির দায়িত্ব নির্বাচিতদের ওপরই বর্তায়। ভালাইপুর বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ নিশ্চয় এ দায়িত্বপালনে আন্তরিক হবেন। তাছাড়া, যে ভালাইপুুর মোড় দ্রুত একটি শহরে উন্নীত হয়েছে; সেই মোড়ে শুধু পুলিশ ফাঁড়ি নয়, একটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের দাবিও অমূলক নয়। যেহেতু এলাকার জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপির এদিকে বিশেষ দৃষ্টি রয়েছে; সেহেতু খুব দ্রুতই ভালাইপুর মোড় বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলে আমরা বিশ্বাস করি। ভালাইপুর মোড় বাজারে দোকান মালিক সমিতির সদস্য সংখ্যা ৪২৯; সেই বাজারে ব্যাংক তো তাদের বাণিজ্যিক স্বার্থেই স্থাপন করবে। এরপরও ব্যাংকগুলোর দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ পর্ব শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকেও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় সাংবাদিক এবং দোকান মালিক সমিতির মধ্যে আনন্দের মেল বন্ধন ফুটে ওঠে। শুভেচ্ছা বিনিময় শেষে ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি সঞ্চালনার দায়িত্বপালন করেন। সহযোগিতা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির ধর্মবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি হাজি মো. আমির হোসেন। তিনি বাজারের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে বাজারে নিরাপত্তার জন্য একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, ব্যাবসায়ীদের অর্থ নিরাপদে লেনদেনের জন্য একটি ব্যাংক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন তার বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের শানিত লেখুনি সব সময়ই আশা করি। সাংবাদিক সমিতির সভাপতি আজাদ মালিতা ভালাইপুর মোড়ের পূর্বের চিত্র তুলে ধরে বলেন, যে স্থানে এক সময় ছিলো শুনশান নিরবতা, সেখানে এখন হাজার হাজার মানুষের অবাধ বিচরণ। গড়ে উঠেছে কয়েকশ বাণিজ্য প্রতিষ্ঠান। স্থানটির আরও উন্নতি হোক। সার্বিক উন্নয়নে আমাদের সহযোগিতা থাকবে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিক নেবৃবৃন্দকে বিশেষ সম্মানে ভূষিত করায় আমরা আনন্দিত। কৃতজ্ঞ। কৃষকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির তার বক্তব্যে বলেন, ভালাইপুর মোড় বাজার গড়ে ওঠায় এলাকার কৃষককূল যেমন উপকৃত হয়েছে, তেমনই এলাকার অর্থনীতিকে চাঙ্গা করতে বাজারটি অবদান রাখছে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউপির সাবেক চেয়ারম্যান ভালাইপুর মোড়কে বাজারে উন্নীত করার অন্যতম উদ্যোগতা জিল্লুর রহমান তার বক্তব্যে নবনির্বাচিত সকলের সাথে একত্মতা ঘোষণা করে ভালাইপুর মোড় বাজার উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক খাইরুজ্জামান সেতু, দফতর সম্পাদক আবুল হাসেম, কার্যকরী সদস্য প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিক রহমান, নাজমুল হক স্বপন।
প্রসঙ্গত: অনুষ্ঠানে ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকেও পরিচিত করিয়ে দেয়া হয়। কমিটির সিনিয়র সভাপতি আব্দুল মোতালেব, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, সহসভাপতি ছানোয়ার হোসেন, সহসভাপতি নুর মোহাম্মদ, অর্থ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক হোসেন আলী কালু, সহসাধারণ সম্পাদক ডা. এনামুল কবীর, সহসাধারণ সম্পাদক শারিউর রহমান লন্টু, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মোফাজ্জেল হক, দফতর সম্পাদক জাহিদুল হক, ধর্মসম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মহিউদ্দীন ময়েন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর গফ্ফার, সদস্য টিপু সুলতান, মনিরুল ইসলাম, ইলিয়াছ হোসেন, আকতার হোসেন, আব্দুল্লাহ আল ফারুক, আব্দুল মজিদ ও নুরুজ্জামান।
এদিকে ভালাইপুর সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিদের এবং ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেন ভালাইপুর সাংবাদিক ইউনিটের সভাপতি সাইদুর রহমান, কমিটির উপদেষ্টা আলমগীর কবীর শিপলু, রোকনুজ্জামান রোকন, শরিফুল ইসলাম, শারিউর রহমান লন্টু, জাহিদ হাসান ও হুমায়ন কবীর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সভাপতি হাজি আমির হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, সাংবাদিক আলমগীর কবীর শিপলু ও সাংবাদিক সাইদুর রহমান।