স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো সৌদি আরবে বসতে যাচ্ছে স্প্যানিশ সুপার কোপার আসর। স্প্যানিশ দর্শকদের পাশাপাশি মধ্যপ্রাচের দর্শক টানার জন্য চলতি সপ্তাহে সৌদিতে আয়োজন করা হচ্ছে সুপার কোপা। কিন্তু টিকিট বিক্রি না হওয়ায় চিন্তায় পড়ে গেছে আয়োজকরা। এখন পর্যন্ত সেমিফাইনালের মাত্র নয় শতাংশ টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। এবারের সুপার কোপার সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে বার্সেলোনার বিপক্ষে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্ডো জানিয়েছে, রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া স্পেনের দর্শকদের মধ্যে মাত্র ২৬টি টিকিট বিক্রি করতে পেরেছে। অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ বিক্রি করেছে ৫০টি টিকিট। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা টিকিট বিক্রির দিক থেকে কিছুটা এগিয়ে আছে। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ পাঁচশ’ টিকিটি বিক্রি করেছে বলে জানা গেছে। আর বার্সেলোনা বিক্রি করেছে তিনশ’ টিকিট। স্পেনের বড় চার দল সুপার কোপার গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিট বিক্রি না হওয়ার কারণ মনে করা হচ্ছে অতিরিক্ত খরচ। সৌদি আরবে আসতেই তাদের খরচ পড়ে যাচ্ছে এক হাজার পাউন্ড। খরচের বিষয়টি মাথায় আসায় সৌদি আরব থেকে এরই মধ্যে ফিরতি টিকিটের দাম নির্ধারণ করেছে ৫০০ পাউন্ড। কিন্তু তাতেও খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। কারণ ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে এসে ম্যাচ দেখে ফিরতে অন্তত চার হাজার পাউন্ড খরচা হবে। অ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্য ঘোষণা দিয়েছে তারা বার্সার বিপক্ষে ওই ৫০ জন দর্শকের জন্যই তুমুল প্রতিযোগিতা করবে। আগামী ৯ জানুয়ারি বার্সেলোনা-অ্যাথলেটিকো এবং একদিন পরে রিয়াল ভ্যালেন্সিয়া মাঠে নামবে। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ১২ জানুয়ারি ৬২ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।