চুয়াডাঙ্গা বড়বাজারপাড়ার চিতুর বাড়িতে দিনদুপুরে চুরি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজারপাড়ার চিতুর বাড়িতে দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে অজ্ঞাত চোরেরা সোনার গয়নাগাটি নগদ টাকাসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা শহরের বড়বাজারপাড়ার রাষ্ট্রীয় মনোগ্রাম প্রণেতা প্রয়াত এনএন সাহার ছেলে চিত্তরঞ্জন সাহা চিতুসহ তার পরিবারের লোকজন গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়িতে ছিলেন না। সুযোগ বুঝে চোরেরা ঘরের গ্রিল কেটে ও তালা ভেঙে ঘরে ঢোকে। চোরেরা ৩ ভরি ওজনের সোনার গয়নাগাটি এক হাজার দুশ টাকা ও অন্যা মালামাল নিয়ে যায়। এ সময় চোরেরা বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড ও তছনছ করে বলে চিতু অভিযোগ করেন।