স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কলেজ রোডের মুসলিম সুপার সপকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন ও হাবিবুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মেয়াদোর্ত্তীণ বিভিন্ন মালামাল ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, মুসলিম সুপার সপ দোকান থেকে মেয়াদোর্ত্তীণ কোমল পানীয় ও পঁচা দই উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুসলিম সুপার সপের মালিক মোজাফ্ফর আলীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা। মোজাফফর আলী জরিমানার টাকা দিয়ে মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই আকরাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।