কেন্দ্রীয় কর্মসূচিতে নেতৃবৃন্দ নিয়ে চুয়াডাঙ্গার জেলা ছাত্রলীগের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। গতকাল শনিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিমন্ত্রণে ঢাকাস্থ অনুষ্ঠান সফল ও স্বার্থক করার লক্ষ্যে ঢাকায় উপস্থিত হয়ে স্যার সলিমুল্লাহ হল থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে যায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাধারণ সম্পাদক মো. জানিফ, সহ-সভাপতি সাহাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা তানবীন আহমেদ সোহাগ,ইব্রাহিম শেখ ইমরান, কানন আহমেদ, নাহিদ কাইসার, শাহরিয়া সাগর,রাসেল আহমেদ মিঠু, শিবলু, মাহফুজ রহমান, ইসতিয়াক সিথুন, অঙ্কন, সোহানুজ্জামান সোহান, স্বাধীন, আল মামুন রনি। এছাড়াও সাথে এসে যোগদান করেন অবিকল প্রায় বঙ্গবন্ধুর মতো দেখতে বহুল আলোচিত অরূপ মুন্সী। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়ায় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা ও কর্মীরা।
এদিকে, চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ, হাউলী কার্পাসডাঙ্গা, কুড়–লগাছি ও জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
দামুড়হুদা ব্যুরো জানিয়েছে, দামুড়হুদায় কেক কেটে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও জেলা ছাত্রলীগ নেতা শোয়েব রিগানের সার্বিক দিক নিদের্শনায় দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা আশিকুজ্জামান বাঁধনের নেতৃত্বে গতকাল শনিবার সন্ধ্যায় দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ বটতলা চত্বরে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ নেতা সোহাগ, পিয়াশ, লিখন, রেদোয়ান, শাওন, শিশির, শুভ, দামুড়হুদা কলেজ ছাত্রলীগ নেতা শেখ তৌফিক, নিশান খান, সাকিব, আল আমিন, লিখন, আকাশ, বিপ্লব, শান্ত, আশিক, রাফি প্রমুখ।
এদিকে হাউলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় জয়রামপুর রেলস্টেশন এলাকায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মদ সোনা। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি তাহাজ্জত হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ৫ নং সভাপতি শাহজাহান আলী, হাউলী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল হাশেম, ৩ নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক আদিলুর রহমান, ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, আব্বাস, ইমরান, জামাল, শিমুল, হাসিবুল, রিয়াজুল, রানা, চাঁদ, রতন, আ. মমিন, সেলিম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুম প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুভ সূচনা করেন। সংগঠনের সভাপতি কামরুজ্জামান রানার সভাপতিত্বে সানাউল কবির শিরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকউর রহমান, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, আ.লীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুল, সাইফুল ইসলাম, লুৎফর রহমান, শওকত আলী, আব্দুল জলিল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, দফতর সম্পাদক বখতিয়ার বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি মিলন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম মিঠু, ছাত্রলীগ নেতা ফরহাদ, শেখ শহিন, সাজ্জাদ, আবুবক্কর, রকিবুল, লিমন, আলামিন, সাকিব, ইমন, সালাউদ্দিন, শিশির মানিক, রনি, তুহিন, রিয়াদ, রাসেল রাজসহ সাধারন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শনিবার বিকেলে কুড়ুলগাছি ইউনিয়ন চত্বরে কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি এম এ হাবিবুল্লাহ বাহার, সম্পাদক সরোয়ার হোসেন, আ.লীগ নেতা হাসমত আলী, রেজু, বাবলু, জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, শহিদুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজামান রিপন, রানা, কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন বিশ্বাস, ছাত্রলীগ নেতা মোকছেদুল হক মালিতা, সাইদুর রহমান, সুমন, জাহিদুল, আরিফুল ইসলাম, ওয়াসকুরনী, আল মামুন, সাদ্দাম হােসেন, শাহাবুল, জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। আলোচনা শেষে কুড়ুলগাছি বাজারে এক বিরাট র‌্যালি বের করা হয়।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দু সালাম ঈশা, সাবেক ছাত্রলীগ নেতা শামীম ফেরদৌস, কামরুজ্জামান খোকা, কাজি সামসুর রহমান চঞ্চল, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, মহিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা পৌর কাউন্সিলর সোয়েব আহমেদ অঞ্জন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক পৃথকভাবে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠান পালিত হয়। স্থানীয় আজাদ পাবলিক লাইব্রেরির হলরুমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ নাসিম রেজা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, প্রচার সম্পাদক মোল্লা আলতাব হোসেন ফেলা, দফতর সম্পাদক শেখ আতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম টিপু, খান তারিক মাহমুদ, রানা তালুকদার, বাবলু মোল্লা, ছাত্রলীগনেতা আকাশ হুসাইন ও নাহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আরোজ হোসেন বিল্লাল ও সাবেক সাধারণ সম্পাদক সামসুজোহার নেতৃত্বে মির্জা লিটনের অফিসের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি আন্দুলবাড়িয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে এসে শেষ হয়। শেখ আরোজ আহম্মেদ বিল্লালের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সামসুজোহা, হৃদয়, শিপন, জ্যাকি, নাসিম, সোহেল, মির্জা, প্লাবন, রেজা, সুইট, ফারুক, নিশান ও শিশির প্রমুখ।