চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে দুস্থ ও গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা দর্শনায় রূপসী বাংলা সোসাইটি লিমিটেড, দামুড়হুদার দলকা লক্ষ্মীপুর গ্রামবাসীর উদ্যোগে এলাকার শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও মেহেরপুরের ‘অসময়ে আমরা ক’জন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
দর্শনা অফিস জানিয়েছে, ‘পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে আমরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করছে দর্শনার রূপসী বাংলা সোসাইটি লিমিটেড। হতদরিদ্র মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুরু করেছে পথচলা। হতদরিদ্র মানুষ যখন শীতে কাতর ঠিক তখনি তাদের পাশে দাঁড়ালো রূপসী বাংলা সোসাইটি লিমিটেডের সদস্যরা। হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে দর্শনা প্রেসক্লাবে। গতকাল শনিবার সন্ধ্যায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাড. শহিদুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মজনুর রহমান, সকালের সময় পত্রিকার প্রকাশক-সম্পাদক নুর হাকীম, দর্শনা পৌর আ.লীগের সহসভাপতি আমির হোসেন। উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাংবাদিক রিফাত রহমান, আজাদ হোসেন, জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, রূপসী বাংলা সোসাইটি লিমিটেডের নির্বাহী পরিচালক হারুন রাজু। সোসাইটির ব্যবস্থাপক (সার্বিক) হানিফ ম-লের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজার মাহমুদ হাসান রনি, সাংবাদিক চঞ্চল মেহমুদ, নজরুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, জাহাঙ্গীর আলম, ওয়াসিম রয়েল, সুজন মাহমুদ, বাকীবিল্লাহ প্রমুখ।
দামুড়হুদা ব্যুরো জানিয়েছে, দামুড়হুদার দলকা লক্ষ্মীপুর গ্রামবাসীর উদ্যোগে এলাকার শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র সংগ্রহ কাজে সার্বিক সহায়তা করেন লক্ষ্মীপুর গ্রামের কৃতিসন্তান জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম রেজা, ইউপি সদস্য তরিকুল ইসলাম মেম্বার, ফারুক হোসেন, তারিক, হাসান বাশার, মিজান মাস্টার, মাহাবুল মাস্টার, জহুরুল মাস্টার, মোশারফ মাস্টার, রাশিদুল ইসলাম, সাকের আলী প্রমুখ।
এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকের সামনে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদ্যোক্তা জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর শহরে ‘অসময়ে আমরা ক’জন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে শহরের মল্লিকপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সভাপতি হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন। অনুষ্ঠানে শতাধিক দরিদ্র শীতার্ত বৃদ্ধের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ খান, সদস্য পলাশ, নাসিম মির্জা, মুন, জিরন মির্জা প্রমুখ।