বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: ‘বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা শুধু সংগঠনের সদস্যদের স্বার্থে গঠিত নয়, দেশের অগ্রযাত্রাকে তরান্বিত করার লক্ষেই গঠন করা হয়েছে। এ সংস্থা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্যদিয়ে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন লালন করে।’
বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখা সৃষ্টি সুখের উল্লাসে উৎসবের আমেজে বিভিন্ন কর্মসূচি পালনকালে উপরোক্ত তথ্য মেলে ধরে। গতকাল শুক্রবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের নিকটস্থ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংস্থার চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি কামনায় দোয়া পরিচালনার মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনাসভায় স্বাগত বক্তব্যসহ উপস্থাপনের দায়িত্ব পালন করেন সংস্থার জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মহা. শরিফুল ইসলাম। সংগঠনের গঠনতন্ত্রসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার চুয়াডাঙ্গা সিনিয়র সহসভাপতি ল্যা. কর্পোরাল (অব.) মো. আজিম উদ্দিন ও সহসভাপতি ওয়ারেন্ট অফিসার (অব.) হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সমৃদ্ধতা কামনা করে বলেন, সততার সাথে যে সংগঠন সমাজের জন্য কাজ করে সেই সংগঠনের ভিত মজবুত হতে বেশিদিন সময় লাগে না। বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভালো কিছু করলে আমাদের মতো অনেক মানুষেরই সহযোগিতা পাবে। আমি জনকল্যাণে কাজ করি, জনকল্যাণে যাদের কাজ করতে দেখি তাদেরকেই আমার খুব আপন মনে হয়। আমিও ওদের পাশে দাঁড়িয়ে ভালো কাজে অংশ নিয়ে নিজেকে ধন্য মনে করি। বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার প্রতি আমার সকল প্রকারের সহযোগিতা থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আলোচনাসভা শেষে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়। সংস্থার নেতৃবৃন্দ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রতিমাসের প্রথম শুক্রবার সংস্থার কার্যালয়ে মিলনমেলায় সকলকে উপস্থিত হয়ে সাংগঠনিক কর্মকা-কে গতিশীল করার পুনঃপুনঃ তাগিদ দেন।