স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচে বড় সংগ্রহের দিকে এগিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়ার। মার্নাস লাবুশানের সেঞ্চুরি ও স্টিভেন স্মিথের অর্ধশতকের ওপর ভর করে ৩ উইকেটে ২৮৩ রান করে সিডনি টেস্টের প্রথমদিন শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। দলীয় ৩৯ রানে জো বার্নসের উইকেট হারায় অজিরা। ব্যক্তিগত ১৮ রান করে গ্রান্ডহোমের বলে রস টেইলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। বার্নসের বিদায়ের পর লাবুশানেকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে নিল ওয়াগনারের বলে সাজঘরে ফেরেন এই অজি ওপেনার। এরপর নিউজিল্যান্ড বোলারদের উইকেট না দিয়ে লাবুশানে-স্মিথ জুটি রানের বড় সংগ্রহের দিকে ছুটে চলে। এই জুটি থেকে আসে ১৫৬ রান। স্মিথ ব্যক্তিগত ৬৩ রানে গ্রান্ডহোমের দ্বিতীয় শিকার হলেও সেঞ্চুরি তুলে নেন লাবুশানে। ১৪ টেস্টে চতুর্থ সেঞ্চুরি করলেন লাবুশানে।