সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ

 

সরোজগঞ্জ প্রতিনিধি: এইচএসএসসি পরীক্ষাকে সামনে রেখে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় দিকে শিক্ষার মানোন্নয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন তেতুল শেখ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়ার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা চালকল মালিক সমিতি সভাপতি হাজি আব্দুল্লা শেখ। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য ও পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, হাজি আব্দুর ছাত্তার, জালাল উদ্দিন মহর, প্রভাষক আরিফ হোসেন, খাইরুল ইসলাম, শাহারিয়ার ইসলাম, খাইরুল ইসলাম, জহিদুল ইসলাম, ফারুখ আহম্মেদ, আবু শামা, তাছলিমা খাতুন, আরিফ হোসেন, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, সুরুজ আলম, হারুন অর রশিদ, জাহিদ হোসেন, সাইদুর রহমান, ফারহানা পারভীন রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জহুর রায়হান। প্রধান অতিথি হাজি আব্দুল্লা শেখ বলেন, ছাত্র-ছাত্রীরা ফেল করলে তার অভিভাবকরা কলেজে এসে তাদের বোর্ড পরীক্ষা দেয়ার জন্য অনুরোধ করেন। তাছাড়া তাদের ছেলে-মেয়েরা বাড়িতে ভালোভাবে পড়ালেখা করছে কিনা সেদিকে তাদের খেয়াল থাকে না। তিনি সেই সব অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, ফেল করার সুপারিশ করতে আসবেন না। আপনার সন্তান কলেজে ঠিকমত পড়াশোনা করছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেবেন, ভালো ফলাফল করলে ফুলের মালা পরতে আসবেন তেতুল শেখ কলেজে, আপনাদের জন্য সেই কাজটি করতে চাই কলেজ কর্তৃপক্ষ।